✍️মোঃ আলামিন,
কবিরা থাকে রহস্যময় অন্য জগতে।
  নীল আকাশে অগ্নিনদী সবুজ সমারোহে।

কবিদের স্বপ্নে ভাসে সমাজ ও প্রকৃতির চিত্র।
   মনের রং তুলি দিয়ে তাদের স্বপ্নকে আকে,
             যা রুপনের কবিতার রূপে।

সমাজ ও প্রকৃতির যে একাতিত্ব লুকিয়ে  আছে,
   তা নিজ দেহে ধারণ করে কবিরা।
       নদীর মত কবিদের হৃদস্পন্দন,
    কখনও উতাল কখনো বা স্তিমিত।

রাত্রনিশি তাঁরা তাদের চোখে ভিড় করে,
    সূর্যের আলো গায়ে ডেলে নেমে পড়ে সমাজের বুকে।