স্কুল জীবন

✒️জয়শ্রী দেবনাথ

প্রিয় স্কুল ভূরাতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়  
এখন আর নেই পুরানো টিন, হয়েছে বড় দালান ঘর।

জমানো আছে অনেক স্মৃতি , 
ভুলিনি আজও প্রথমদিনের সেই অনুভূতি।

কত আড্ডা দিয়েছি
বন্ধু-বান্ধবের সাথে,
খেলাধুলা করেছি কত 
গানের ক্লাসের ফাঁকে।

সহপাঠীরা একই আছে
তবু কিসের সংশয়!
চারপাশ শূন্য 
কেন মনে হয়!

ছেড়ে যেতে হবে এই স্কুলজীবনকে
নীরবতার মাঝে মনে পড়বে অফুরন্ত স্মৃতিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন