নূতন পথের সন্ধানে

✒️দীপ্তি চক্রবর্তী

রোদ-কুয়াশার নরম আলোয়
সোহাগ ছোঁয়া পাখি,
যা পেয়েছি, তাই আমি
আঁকড়ে ধরে থাকি।
আকাশ মেঘের কল্প কথার
অনেক দূরের পথে,
স্বপ্নগুলো উড়িয়ে ফিরি 
বাস্তবতার সাথে।
যা ছিল না,
যা হবে না,
যা রবে না আমার,
তার সাথে চির আপোষ করেই বাঁচি।
সকাল সাঁঝে, সবার মাঝে,
নিত্য নূতন সুরের ভাঁজে,
আমার দেখা স্বপ্নগুলোর
মর্মকথা যাচি।
যে সুবাসে দ্বন্দ্ব আমার
তার সাথে চির আপোষ করেই
নূতন করে বাঁচি।
হতাশ ভরা শেষ যামিনীর 
রুদ্ধ দোয়ার পিছন ফেলে
নূতন পথের সন্ধানে আজ
নূতন করে হাটি।

একটি মন্তব্য পোস্ট করুন