✍️সুপর্ণা মজুমদার
বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার দেশ,
এই ভাষাতেই "মা " বলি ভাই এই ভাষাটাই বেশ।
বাংলায় আমি গরব করি বাংলায় হই সরব,
আত্মপ্রকাশের ভাষা আমার নয়তো ছিলাম নীরব।
অতুল, রজনী, নজরুল,
ডি.এল রায় আর রবি,
এই ভাষাতেই হয়েছিলেন বিশ্বখ্যাত কবি।
বাংলার পুত্র বীরেশ্বর
করলেন বিশ্বজয়,
সুভাষ বোস তো এই ভাষাতেই সব বাঙালির হৃদয়ে রয়!
বাংলা ভাষা মায়ের মতো মিস্টি মধুর ভাষা,
এই ভাষাতেই গান গেয়ে যায় মাঝি ভাই আর চাষা।
এই ভাষাতেই কেঁদে হেসে মিটে সবার আশা,
প্রাণের ভাষা, মনের ভাষা আমার বাংলা ভাষা।
0 মন্তব্যসমূহ