1.
✒️পান্থ দাস
কেউ যেন ডেকে যায় অজান্তেই
না বলা কিছু কথা নিয়ে,
ভাবনারা যতই ঘুরপাক খাক হৃদয়ে
হঠাৎ থমকে দাঁড়ায় আবার চিন্তনে।
2.
ভালোবাসাটা কি এত সোজা!
প্রেম সবার সাথে হয়
তবে ভালোবাসা শুধুমাত্র একজনের,
এখন শুধু প্রেম খোঁজতে ব্যস্ত সকলে,
কয়জন অন্তরে সংযমে আবদারে ভালোবাসা খোঁজে!