✒️পূজা নাথ
যাচ্ছে সময় চলে
আমাকে কিছু না বলে,
সময়কে ধরে রাখতে পারছি না
ছলে বলে কৌশলে ।
দাঁড়া নারে একটু
এই তো এসেছি সবে,
জীবনটাকে বোঝার আগে আবার
মৃত্যু এলো কবে।
জানি তো সময়
তুই অনেক বলবান,
কিন্তু এত তাড়াতাড়ি চলে গিয়ে
কেন কেড়ে নিচ্ছিস তরতাজা প্রাণ?
সময় কারোর জন্য থেমে থাকে না
সেটা তো জানি আমি,
এতোদিনে বুঝলাম,
টাকা পয়সা ধন সম্পদ থেকে
সময় সবচেয়ে দামী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন