প্রতিফলন

✒️বাবুল বল
             
নির্যাতনের চাবুকে ক্ষতবিক্ষত 
গায়ের ত্বক আজ চেতনাহীন।
অচল সময়ে উন্মত্ত 
রক্তপিপাসু দানবেরা,
আঘাত হানছে প্রতিনিয়ত
সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে‌ ।
তাই অস্থিত্বের রক্ষায়
মরিচা ধরা চেতনাকে 
     দিতে হবে শান,
আগ্নেয়গিরির প্রচণ্ড উত্তাপে।

একটি মন্তব্য পোস্ট করুন