সম্পাদকীয়

    ✍️..................................... সম্পাদকীয় 
মনে রাঙিয়ে যায় ত্রিরঙা: আগরতলা, ৩১শে আগস্ট, ২০২৩, "হার ঘর ত্রিরঙা" এই কথাটির খুব বেশি তাৎপর্য থাকলেও অসম্পূর্ণ কিছু রয়ে যায়। সেটা হল, আমরা জাতীয় পতাকা অর্থাৎ ত্রিরঙাকে কতটুকু মন থেকে সম্মান করতে পেরেছি সেটা আজ যাচাই করা দরকার। বাইকে, গাড়িতে কিংবা আপনার নরম গালে তিনটি রং দিয়ে সাজিয়েছেন কিন্তু মনের ভেতর হয়তো সাজাতে পারেননি বা চেষ্টাও করেননি। যার ফলে পতাকাটির সম্মানের চেয়ে অসম্মান বেশি হয়েছে। কারণ, আপনার বাইক, গাড়ি কিংবা গালে অনির্দিষ্টকালের জন্য ব্যবহার করেছেন তা দেখতে সুন্দর এবং সম্মানের কিন্তু স্বাধীনতা দিবস চলে গেলেই দেখা যায় পতাকার অসম্মান। সেটি হচ্ছে আপনার অন্তরের সম্মানের অভাবের কারণে, কেননা স্বাধীনতা দিবস চলে গেলেই কেউ রাস্তায় কিংবা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন সম্মানীয় পতাকাটিকে। রাস্তায় রাস্তায় দেখা যায় পতাকা ধুলোয় লুণ্ঠিত। আমার মনে হয়, আপনি বাহ্যিক কিংবা অন্তরে যেখানেই ব্যবহার করবেন দিবসের পর নিজের মা'র পদচিহ্ন মনে করে সেটিকে যত্নে রাখুন, বুকে তুলে রাখুন। তাহলেই প্রকৃত সম্মান করা হয়েছে বলে মনে হবে এবং দেশভক্তিও সম্পূর্ণ হবে মনে হয়৷ ভারত মাতা কি জয়, বন্দেমাতরম। ধন্যবাদান্তে,
গৌরাঙ্গ সরকার, সম্পাদক 
শিবশংকর দেবনাথ, সহসম্পাদক 
নবোন্মেষ, আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ