আজকের যুবসমাজ আর নজরুলঃ আজকের যুবসমাজের কাছে নজরুল বর্তমানে অপ্রাসঙ্গিক, কিন্তু এমন এক সময় আসবে যখন নজরুলের আদর্শ রাস্তায় রাস্তায় ফেলে যেতে হবে৷ এখনকার যুবসমাজ বলতে হাতে smart phones, দামী রেস্তোরাঁতে প্রেমিকাকে নিয়ে খাবারদাবার, বন্ধুদের নিয়ে সেলফি, সিনেমা দেখা, মা-বাবার উপর চাপ সৃষ্টি করা, beer, Rum কখনোবা নেশার টেবলেট, ব্রাউনসুগার ড্রাগসে আসক্ত হওয়া তাদের সংগ্রাম৷ তাতেও হচ্ছে না বলে সিরিঞ্জ দিয়ে রক্তে ড্রাকস্ নেওয়া দৈনন্দিন জীবনে এই এক যেমন নেশার মেলা শুরু হয়েছে যা আজকের যুবসমাজ ভালো সুনাম অর্জন করছে৷ যুবসমাজের সাথে কিছু কিছু অভিভাবকও যেন হাইব্রিড অভিভাবক হয়ে উঠেছে। যখন মা-বাবার থলিতে দানা শেষ হয়ে যায় তখন দিনদুপুরে চুরি করতে বেড়িয়ে পড়ে৷ আর অন্যদিকে নজরুলের যুবসমাজ ছিল এক অন্য রকম টেস্ট্, রক্তে ছিল সংগ্রামের নেশা, হাতে ছিল একমুঠো দেশি চাল রোজগারের পেশা। না ছিল রেস্তোরাঁ না সিনেমা, তখনকার সময় ধানক্ষেতের আইল ছিল পাঁচ তাঁরা হোটেল। তবুও মা-বাবার রাতে ঘুম হত। ছিল যুবকদের নদীতে মাছ ধরার নেশা, জেলেদের জীবনপেশা। আর আজ বাজারে নেশার মাছ ধরাধরি চলছে, যা রীতিমতো অভিভাবকদের চাপে ফেলে দিচ্ছে। নজরুলের যুবকরা হাইব্রিড আর বিদেশী সমাজ বর্জন করার জন্য কত জেল কেটেছে তার কোনো সীমা ছিল না, না ছিল প্রাণে ভয়! ছিল শুধু মাতৃভূমি বাঁচানোর নেশা আর সংগ্রামের পেশা। আজ তা যেন স্বপ্নের দেশে, হীরক-রাজার দেশে হারিয়ে গেছে। একদিন নেশার রাত কাটিয়ে সেই স্বপ্নের দেশকে বাস্তবে টেনে আনতে হবে, যেকারণে নজরুল একদিন প্রাসঙ্গিক হবে উঠবে। ধন্যবাদ-
গৌরাঙ্গ সরকার ( সম্পাদক)
শিবশংকর দেবনাথ (সহসম্পাদক)
নবোন্মেষ পত্রিকা, ত্রিপুরা
0 মন্তব্যসমূহ