✒️রিপন সিংহ
রাত ঢের বাকি, অথচ সন্ধ্যা নেমে পড়লো
সবকিছুই যেন এক তাড়াহুড়ো,
কোন পরিচয় নেই
কোনো শব্দ নেই
অথচ কোন এক শব্দ হয়ে, হেঁটে চলল অন্ধকার শূন্য পথে।
যে মাটিতে প্রতিমা গড়লো বারাঙ্গনার ভালোবাসা দিয়ে,
ভুল ছিল সে, ভুল সেই মাটি
বিসর্জন হবে জানি।
আমাদের মৃত্যু হবে বলে, বলেছিলে ভালোবেসে
কোন এক দিন
কোন এক রাত,
অবৈধ সুখে, রাত্রির গা ঘেঁষে
রাত্রির বুকে রাত্রি নেমে
এরপর কোন এক মিথ্যে বিশ্বাস জন্মায়;
তারপর বোধ হয়
তারপর মৃত্যু হয়
তোমার যৌবন হরণ করে তারা, তারা কত পুরস্কার জয় হয়
শুধু আমি, কেবল আমারই মৃত্যু হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন