বাংলা আমার অহংকার


             ✍️সৈকত মজুমদার

আমি গর্বিত আজ 
আমার মায়ের ভাষা বাংলা ,
আমি বাংলায় কথা বলি এবং 
গর্ববোধ করি একজন বাঙালি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রাজা রামমোহন রায় 
নেতাজি সুভাষচন্দ্র বসু
রবীন্দ্রনাথ ঠাকুর থেকে  
স্বামী বিবেকানন্দ প্রমুখ
মনীষীদের জন্য গর্ববোধ করি।
উনারা সবাই বাঙালি, আর 
সেই ভাষায় আমি কথা বলি;

২১ ও পাড় ১৯ এ পাড় 
ভাষা শহীদরা আমার অহংকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ