সমাজ

✒️অন্তরা সরকার 

এমন একটা সমাজ চাই
যেখানে ধর্মের নামে নেই লড়াই, 
নেই কোনো জাতি বিরোধ
নেই কোনো হিংসা - বিদ্বেষ। 
এমন একটা সমাজ চাই
যেখানে নারী - পুরুষ ভেদ নেই, 
কোনো অন্যায়ের ক্ষমা নেই। 
এমন একটা সমাজ চাই, 
যেখানে থাকবে সকলের সম্মান, সঠিক বিচার 
আর মানুষ হিসেবে সুস্থ ভাবে বাঁচার অধিকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন