✍️ মোঃ আলামিন
শক্ত হতে হবে নিজেকে
সস্তা নও তুমি।
হুট করে হয় না কোনকিছুই,
পরিবর্তন আসে না একদিনে।
মানুষেরই নির্দিষ্ট আত্মসম্মান বোধ আছে
পরিবর্তন মানুষ হয় ধীরে ধীরে।
আগাত, অবহেলা, অসংখ্য কথা
মানুষকে পরিবর্তন করে!
পাহাড় সমান ব্যথা লুকিয়ে মানুষ
শক্ত করে ঘুরে দাঁড়ায়।
যেখানে অনুভূতি গুলো পায় না মূল্য!
সেখানে মানুষ আর নত হতে চায় না
বরং হারাতে চায়।
ভেতর থেকে ভেঙ্গে চুরে যায় ,
মনে ব্যথা লুকিয়ে পাথর হয়ে যায়!
তখন সে আড়াল করে নেয় নিজেকে,
তার আড়াল হয়ে যাওয়াটাকে পরিবর্তন বলি।
কিন্তু তার পরিবর্তটাকে দেখি অসহায়ত্ব
টা কে দেখিনা।
বুঝতে চাইনা তার অভিমানের ভাষা।
আমাদের অহংকারের কাছে তার সরল বিশ্বাসকে হারিয়ে দেই,
তৈরি করে দেই বিশাল শূন্যতা।
আর প্রতিবাদ করতে চাইনা,
নিজেকে আর করতে চাইনা সস্তা,
কাউকে করতে চাইনা বিরক্ত!
শুধু একটু আড়ালে থাকতে চাই।
প্রার্থনা করি ভালো থাকুক
সেই মানুষগুলো!
যে মানুষগুলো জীবন থেকে হারিয়ে যায়।
0 মন্তব্যসমূহ