✍️মোঃ আলামিন
নেমে এলো ঋতুরাজ বসন্ত,
কুহু কুহু করে কোকিল
এসে গেছে বসন্ত।
কত গাছের ডালে নতুন পাতার দল
সূর্যের আলোয় যে করছে ঝলমল।
দক্ষিনা বাতাসের আগমনে
তৃপ্তি পেল প্রকৃতির প্রাণ ।
আহ চারিদিকে কি বসন্তের সৌন্দর্য,
মিষ্টি সুরের কোকিলের ডাক, বনফুলের গন্ধে ডানা মেলে প্রজাপতি ঔ
গুনগুনিয়ে বেড়ায় ভোমোরা।
নতুন পাতা আগমনে দোলে হাওয়ায়
গাছের শাখায় শাখায়।
কত পাখির কিচি মিচি হই চই,
যেন বসন্ত মেলা শুরু হয়েছে।
মানুষের জীবনে উৎসব, মেলা আছে,
তেমনি প্রকৃতির উৎসব বসন্তে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন