আমি তো আছি

✒️অমিত সরকার 

গভীর রাত কালো মেঘে অন্ধকার ছেয়ে আছে আকাশ,
ভেতরে বাহিরে কোথাও আলো নেই,
ডান হাত,বাম হাত কে দেখতে পাচ্ছে না ।
চারদিকের বাতাস কোথাও বিশ্রাম নিচ্ছে,
ঠান্ডা হয়ে গেছে সারা শরীর,
মন শুধু থাকার অস্তিত্বের জানান দিচ্ছে,
আর কতক্ষন অপেক্ষা করতে হবে,একটু আলোর জানা নেই ।
রোমন্থন করে শুধু ভরসা নিজেকে,
ধীরে ধীরে মেঘ সরে গেলো আকাশের ,
ঐ একটি তারা মিটমিট করে জানিয়ে দিলো আমাকে -" আমি তো আছি" ।
এই নিয়েই আমি বাঁচি ।

একটি মন্তব্য পোস্ট করুন