সম্পাদকীয়

   
সম্পাদকীয়....................একটি বৃষ্টি ভেজা দিন আর বাকি পাঁচটি দিনের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে । কখনো তা রোম্যান্টিক, কখনো বা বিষাদ মগ্ন আবার কখনো তা আনন্দ মুখর, তবে বেশির ভাগটাই নস্ট্যালজিক। আর নস্টালজিক আমাদের নিয়ে যায় মেঘের দেশে যেখানে আমাদের রোমান্টিকতার সিঁড়ি শুরু হয়। কখনো কবিতা আসে মেঘের কালিতে, কখনোবা অন্তর-মেঘের বৃষ্টিতে ভিজিয়ে যায় খালি সাদা পাতা। বৃষ্টির জলে ভেসে উঠে কত স্মৃতি! সেই নিয়ে সংগীতশিল্পী গৌতম ঘোষাল একটি গান তৈরি করেছিলেন, "তুমিও কি আমাকে ভেবেছো আনমনে, এমন শ্রাবণ দিনে, এই ভিষণ প্লাবনে? হয়তো কোথাও আছো তুমি। তোমারো জানালা কি ভিজেছে এমন?" বৃষ্টিতে সবার মন আনন্দে কিংবা রোমাঞ্চকরে ভিজে থাকুক। সবার জন্য শুভ কামনা। 
ধন্যবাদান্তে,
গৌরাঙ্গ সরকার, সম্পাদক, নবোন্মেষ 
শিবশংকর দেবনাথ, সহসম্পাদক, নবোন্মেষ 
আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ