✍️ রাজেশ ঘোষ
পাহাড়ের কোলে আজ থাকতে ভয় লাগে!
যখন তার নির্মম রূপ দেখি।
আকাশের দিকে তাকাতে ভয় লাগে;
যখন শুনি কালো মেঘের ডাকাডাকি!
বৃষ্টি আজ মনে দেয় না আনন্দ!
প্রতিটি জলবিন্দু মনে হয় এসিডের মতো,
প্রবল বেগে ছুটছে জলধারা
পিছনে রেখে গেছে অসংখ্য ক্ষত।
জীবন আজ বিপন্ন!
আর আমরা ব্যাস্ত মন্দির - মসজিদ নিয়ে,
ভালো করে খুঁজে দেখো
কত মন্দির - মসজিদ গেছে নদীর জলে তলিয়ে।
সদা ব্যস্ত রাজপথ আজ বিলুপ্ত,
কত জনপদ হয়েছে নিশ্চিহ্ন,
মানুষের ঠাই শরণার্থী শিবির
যোগাযোগ হয়েছে বিচ্ছিন্ন।
কত স্বপ্ন বয়ে গেছে নদীর জলে
ভেসে গেছে ঘর বাড়ি,
জনজীবন আজ অবরুদ্ধ
প্রহর গুনছে মহামারী।