| ✍️ রাজেশ ঘোষ |
| আমি জননী, আমি ভগিনী আমি একটি মেয়ে তোমার সৃষ্টি আমার থেকে দেখো পিছন ফিরে চেয়ে, আমি নই কোনো ভোগ্য বস্তু আমি একটি সজীব প্রাণ আমারও আছে অনুভূতি আছে মান-সম্মান তোমার সঞ্জীবনী হয়েছে পূরণ স্তন্য পান করা পথচলা শিখেছো তুমি নারীর হাত ধরে আমি কখনো দূর্গা, কখনো চন্ডি সংসার-কর্তব্য-সন্তান, এই তিন নিয়ে পার হয় জীবনের গন্ডি কখনো কি জানতে চেয়েছো ? আমার মনের কথা কখনো কি লেখা হয়েছে ? আমার জীবন-গাঁথা কত কথা রয়ে যায় অব্যক্ত আসলে আমি চিরকালই ব্রাত্য |
আমি একটি মেয়ে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন