✒️বিউটি শুক্ল দাস
ওগো দয়াময়ী, হে বিদ্রোহী,
তুমার প্রচেষ্টায় আজ হয়েছি স্বাধীন।
তুমার প্রেমের গানে
আমি প্রেমময়ী,
তুমার সাম্যের গানে
আমি সাম্যবাদী।
দিকে দিকে মানুষ আজ
তুমার ছন্দে নাচে,
তুমার সৃষ্টি আজ ঘরে ঘরে
স্কুল কলেজে।
তুমার লেখা অগ্নিবীণা
বিষের বাঁশী,
হৃদয়ে আজীবন রাখি গাঁথি।
তুমার সেই ধুমকেতু পত্রিকায়
পূর্ণ স্বাধীনতার কথা
আমরা হলাম শ্রোতা।
কারাগারে তুমার সৃষ্টি সুখের উল্লাস
আমাদের হৃদয়ের ক্যানভাসে গাঁথা।