আমার স্বদেশ


                  ✍️রাজেশ ঘোষ

যতই করো বিভেদ, হিন্দু মুসলমান
পরিচয় একটাই ভারতীয়, ভারত আমার মহান
এ দেশ তোমার, আমার, সবার
অহংকার করি আমি, ভারতীয় হবার 
এই দেশের বাতাসে পাই, বুক ভরা প্রাণ 
নারী পুরুষ নির্বিশেষে সবাই, ভারত মায়ের সন্তান 
এই দেশের মাটিতে মিশে আছে, কত শহীদের রক্ত
ইতিহাস হয়েছে সাক্ষী, কত ঘটনা অব্যাক্ত
স্বদেশ আমায় শেখায়, স্বপ্ন দেখতে 
এক জাতি, এক প্রাণ, ভেদাভেদ ভুলে থাকতে 
বহু বৈচিত্রের সমাহার, কাশ্মীর থেকে কন্যাকুমারী
যুগ যুগ ধরে বয়ে চলেছে, গঙ্গা - যমুনা - গোদাবরী
এক সূত্রে বেঁধে আছি, আমরা সবাই
স্বাধীনতা ছিল না সহজ, করতে হয়েছে লড়াই
যতই দেখি মাগো, তুমার রূপের বাহার
মুগ্ধ হই, ধন্য হই আমি প্রতিবার
আজ তুমি স্বাধীন, নেই পরাধীনতার শৃঙ্খল
তবুও মাঝে মাঝে দুঃখ হয়, যখন দেখি তোমার চোখে জল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ