করুনার ভালোবাসা

 ✒️ইএইচপি ডাঃ রূপক পোদ্দার

ও যাকে পাবোই না তাকে আমি কেন জানি না ভালোবাসি। 
যে পথে আমি যেতে চাই না
তবু সেই পথেই বার বার চলে আসি।
যে পথে আমি যেতে চাই না
তবু সেই পথেই বার বার চলে আসি।
বোবা মনে আমি স্বপ্ন দেখি
মুখে কিছুই পারিনা যে বলতে,
আমার মনের আশা আমায়
আসে শুধু আমাকে ধরিতে
বোবা মনে। 
আমি যে আঁখি জলে ভাসি
কেনো জানি না ভালোবাসি,
যে পথে আমি যেতে চাই না
তবু সেই পথেই বার বার চলে আসি।
হাত বাড়িয়ে যাকে ধরতে গেলাম, সেতো কভু এসে ধরা দিলো না আমায়। 
আমার মালা ধুলোতে লুটায়
সে তো কখনো হাতেই তুলে নিলো না।
প্রানে বাজে করুণের বাঁশি
কেনো জানি না শুধু তাকেই যে ভালোবাসি। 
যে পথে আমি যেতে চাই না
তবু সেই পথে বার বার চলে আসি।

একটি মন্তব্য পোস্ট করুন