জীবন কথা

✒️শিশির অধিকারী 

সকাল থেকে সন্ধ্যা 
সারা দিন শুধু কাজ আর কাজ 
কখনো রান্না করে কখনো ঘর দুয়ার পরিষ্কার করেন 
কখনো বাসন মাঝে আরো কত কি ।
রুটি রোজগার পাপী পেটকা শাওয়াল ।
পেটের জন্য পৃথিবীতে মানুষ কত কাজ করে বেড়াচ্ছে ঘর থেকে বেরোলে চারিদিকে দৃশ্য দেখলে মনে যেন পৃথিবীতে শুধু বাঁচার জন্য মানুষ চাই চাই বলে এগিয়ে চলেছে। 
এ পৃথিবী রঙ্গমঞ্চে কত চরিত্রে অভিনয় করে চলেছি আমরা ,,
সেই রঙ্গ মঞ্চে পায়েল দেবী কখন হোটেলে কখনো কারো বাড়িতে কখনো বা বিয়ে বাড়ির অনুষ্ঠানে নানান কাজ করে চলেছে শুধু বাঁচার জন্য। এরনমিশ্র সম্ভারে শুধু ছুটে চলেছে সবাই চারিদিকে শুধু চাই চাই রব। এই চক্রবর্তে পরে পৃথিবীর এই সংগ্রাম রঙ্গমঞ্চে পায়েল দেবী অভিনয় করে চলে।
 স্বামী মারা যাওয়ার পর তার মাথার উপরে ভাজ পরে। নেমে আসে জীবনে অন্ধকার । ভেবেচিন্তে পায় না কি করবেন ।উপায়ান্তুর না দেখে তখনই নানা কাজে যোগ দেন। পেট বাঁচাতে সংসার চালাতে এক ছেলে শাশুড়িসহ সংসারের হাল ধরেন তিনি ।।দিন রাত শুধু কাজ আর কাজ মাথার ঘাম পায়ে ফেলে নীরবে-নিভৃতে কাজ করে চলেছেন পায়েল দেবী ।।বাড়ি বাড়ি রান্না করা কখনো কারো বাড়ি কাপড় ধোঁয়া,, কখনো ফুটপাতে কিছু বিক্রি করা,, দিনমজুরের কাজ করা নানান কাজ করতে থাকেন ।বছরখানেক এইভাবে সংসারকে আগলে রাখেন তারপর হঠাৎ ভাগ্য সুপ্রসন্ন হয় একটি বেসরকারি সংস্থার একটি ছোট চাকরি পেয়ে যান মাসিক পাঁচ হাজার টাকা আর কাজটা হলো অফিসের টিফিন রান্না নানা কাজ । সংস্থার প্রধান কর্তা সুপ্রসন্ন তার কাজে এবং বলেন তোমার বেতন আমি বাড়িয়ে।। ভীষণ খুশি পায়েল দেবী। এইভাবে কষ্ট স্বীকার করো এগিয়ে চলল স্বামীহারা ছেলে শাশুড়িকে নিয়ে ভবিষ্যতের দিকে।। এইতো জীবন।

একটি মন্তব্য পোস্ট করুন