স্বাধীনতা


  ✍️ আলমগীর কবীর

আমার কাছে স্বাধীনতা মানে আমাকে আমার মত খেতে দেয়া।
রুচি যা খেতে চায় তা খাবে ; 
যদি খেয়ে হজম করতে পারে তাহলে গরু খাবে, শুয়োর খাবে যা খুশি তা খাবে। 

আমাকে আমার মত করে পড়তে দেবে 
আমি কি পড়ব, কার লাখ খা বই পড়ব তা নিয়ে কেউ নাকগলাবেনা।
আমি আস্তিকদের বই পড়ব, নাস্তিকদের বই পড়ব, আমি পৃথিবীর সবার ইতিহাস পড়ব, জানব;
আমি গীতা পড়ব কোরআন পড়ব, বেদ বাইবেল ত্রিপিটক পড়ব আমার যা খুশি তা পড়ব!

আমি খাটো পোষাক পরিধান করব, লম্বা জামা পরব, আমার কাছে যে পোষাক ভাললাগে  আমি সে পোষাক পড়ব।

আমি রাস্তায় বের হব, হাট বাজারে যাব, আমার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনব।
আমি যখন রাস্তা দিয়ে হাটব তখন আমার মুখ দেখা যাবে আমার বুক ভেসে থাকবে।

আমার কাছে স্বাধীনতা মানে যখন যা খুশি তা গাইব,গান গাইব গজল গাইব, শ্যামা সংগীত গাইব;

পরাধীন থেকে আমি আমরা মুক্তি চাইব
কি খাব, কি পড়ব,কি গাইব তা আমাদের নির্ধারণ করে দেয়া থেকে মুক্তি চাই;

আমি স্বাধীনতা চাই, আমরা স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই !

একটি মন্তব্য পোস্ট করুন