সুবর্ণা চক্রবর্তী
দিনান্তের শেষ আভাটুকু শুষে নিয়ে
কোনো এক অচেনা নগরীর ভগ্ন প্রায় রাস্তা জুড়ে
বিদায় বেলার শেষ ঘনিয়ে আসে
প্রখর রৌদ্র তাপে জঠরের জ্বালা ক্রমশ
পাল্লা দিয়ে বাড়ে।
নিকষ অন্ধকার বাদ সাধে
প্রখর তেজের তীব্রতায়
নগন্য হয়ে যায় স্বপ্ন গুলো
প্রগাঢ় সংশয় নিয়ে
ধুলিসাৎ করে পথিকের পথচলা।
বরষার আগমনে স্নিগ্ধ হতে চায় বারংবার
নীরবে নিভৃতে ভিজাতে চায় রুক্ষ পদতল
মায়াময় ছায়ায় রুক্ষ জমির গভীরে
বপন করতে চায় একমুঠো আশ্রয়ের
ঝমঝমিয়ে আসুক তবে শান্তির বরষা
ভিজুক পথিক, ভিজুক মহানগরীর রুক্ষ রাস্তা।
0 মন্তব্যসমূহ