✍ আলমগীর কবীর।
আজকের এই উপহার স্মৃতিস্বরূপে রেখে দিলাম, বুঝে নিলাম তা দিয়ে, ভালবাসার বহিঃপ্রকাশ।
এই উপহার যে শুধুই উপহার নয়,
এক পৃথিবী শ্রদ্ধায় ভরা, নীল আকাশের গ্রহ তাঁরা
এই উপহার সোনা রুপা, মণি মুক্তা দস্তার সম।
এই টিশার্ট যবে গায়ে জড়বে, মনে পরবে তোমার কথা
থাকবে মনে স্মৃতি হয়ে, এই রজনীর ইতিবৃত্ত
কত ভালবাসায় মাখামাখির, দিন রজনী অতীত হল
যখনই তোর স্পর্শে ছিলাম, কত যে মোর লাগত ভাল।
হঠাৎ যখন যাবি ছেড়ে, থাকব আমি একা একা
তখন আমার পড়বে মনে, তোর দেয়া উপহারের কথা।
থাকব একা রইবো পরে, তোর দেয়া স্মৃতির টিশার্ট
জানি আধার রজনীর পরে, ঠিকই আসবে স্নিগ্ধ প্রভাত।
0 মন্তব্যসমূহ