প্রথম তোমায় দেখে


                       লক্ষী পাল

তোমাকে দেখে লাগলো মনে ভীষন দোলা, 
 ঐ মধুক্ষন কিছুতেই কখনো যায় না ভোলা।
 প্রেম রঙ্গে রাঙ্গা হলো অদ্ভুত পুলকিত মন, 
 তোমার দেখা পেতে আকুল তৃষ্ণার্ত নয়ন।
 
 মনের অঙ্গনে যে আজ এলো সুখের ফাগুন, 
 হৃদয়ে লাগলো বসন্ত ভালোবাসার আগুন। 
 হঠাৎ সুখের খুশিতে জোয়ারে বইলো মন,   
 দিনে ও অন্তর দেখে শুধু তোমার স্বপন।

 প্রেমের ডালি নিয়ে প্রিয় কাছে আসবে কখন, 
 চাতকের মত চেয়ে থাকে মন সারাক্ষণ। 
 হৃদয়ে পুলক শিহরণ যায় না বুঝিয়ে বলা,
 অনুরাগের ছোঁয়ায় হৃদয়ে যেন দহন জ্বালা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ