ইচ্ছেরা সব ।


                   দীপ্তি চক্রবর্তী 

সাঁঝের বেলায় মেঘলা আকাশ,
কেমন করে মন,
ইচ্ছে করে ছুট্টে পালাই,
যেথায় কাশের বন।
পাগলা হাওয়ার শীতল ধারায়,
পাহাড়ি পথ শেষে,
ইচ্ছে করে প্রেমের ছোঁয়ায়,
একটু চলি ভেসে।
চোখে আমার স্বপ্ন হাজার,
যুথিকা করপুটে,
দু-হাত তখন অঞ্জলীতে,
তোমার পানেই ছুটে।
চোখের কোনে স্বপ্ন বোনে,
ঘোড়সওয়ারী মন,
পলাশ রঙে রঙিন হলে,
অস্তাচলের ক্ষণ।
সীমান্তের ওই স্বপ্নপুরে,
হৃদয় বীণার মাঝে,
বাজবে সানাই, নাচবে শিখী,
নিত্য-নূতন সাজে।
হৃদয় দুয়ার খুলবে তোমার,
মেঘমালিকার সাথে,
বসবো দুজন নীল দিগন্তে,
হাত রেখে দুই হাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ