সুপর্ণা মজুমদার রায়
বর্ষা এলে পাহাড় জটার বাঁধন খুলে যায়,
ধারাস্নানে সিক্ত হয় উন্মুক্ত পৃথিবী।
বর্ষা এলে চড়পরা নদীটি হয়ে ওঠে ঋতুমতী ।
বৃষ্টির ছোঁয়ায় সারা শরীর জুড়ে ঢেউয়ের বন্যা।
বর্ষা এলে বেগতিক নদীটার নাম দিই ভরা যৌবনা।
মেঘাবৃত আকাশকে তার প্রেমের ফাঁদে বাঁধতে চায়।
বর্ষা এলে মুক্তোর মতো বৃষ্টি ঝরে সবুজ ঘাসের প্রান্তর জুড়ে।
ছেঁড়া কলাপাতা গুলো ছেলেবেলার ভেঁপু বাজিয়ে চলে।
বর্ষা এলে জলভরা নরম চাঁদ মায়াবী কবির ভূষণ জড়ায়।
সব তো বর্ষা এলেই হয়।
কবির দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে
লক্ষ -কোটি কল্পনা শব্দমালায় সেজে ওঠে।
ঘরছাড়া মৌমাছিরা লেবুতলায় ভীড় জমায়।
সবই তো বর্ষার মঙ্গল,
তবে কেন রেলধারে ঝুপড়িবাসীর অজানা আশঙ্কায় বিনিদ্র রাত কাটে?
কেন?
0 মন্তব্যসমূহ