স্বপ্নভঙ্গ

 ✒️প্রতীক হালদার 

আকাশ ছোঁয়ার স্বপ্ন গুলো 
থমকে গেছে হঠাৎ করে,
মনটা কেমন আনমনা আজ 
অচিন কোনো দমকা ঝড়ে!

দুঃখ গুলো হঠাৎ এসে 
বাঁধছে বাসা মনের ঘরে,
পাল্টে যাওয়া জীবনটাতে
রঙ গুলো সব যাচ্ছে সরে!

 নিঃস্ব মনে দুঃখ সাথি
একঘেঁয়েমির ধারাপাতে,
অতীতগুলো যন্ত্রণা দেয় 
ঘুমভাঙা কোনো গভীর রাতে!

চোখের কোণে বর্ষা নামে 
বৃষ্টি ঝরে অবিরত,
দিচ্ছে ছ্যাঁকা বারে বারে 
জমানো সব পুরানো ক্ষত!

ভাবনাগুলো পাল্টে গেছে 
দাবানলে পুড়েছে মন,
মুখের হাসি হারিয়ে গেছে 
দুঃখের ছাপ সর্বক্ষন!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ