-- গোপা রায়।
এক অনন্ত প্রতীক্ষার অবসানে
থাকুক মোহনার উত্তাপ,
শিশির বেয়ে রৌদ্র নেমে আসুক-
বুকের মধ্যাচলে।
মাধবীর আলিঙ্গনে বৃক্ষটা থাকুক ফুলেল শুভেচ্ছায়।
নিঃসঙ্গ প্রহরগুলো আজ
মেলুক পাখনা শুঁয়োপোকার পরিচ্ছদ খুলে।
আজ আগলের আগল খুলে যাক---
সপ্ত দুয়ার ভেদে।
মেঘের পাঁপড়ি ঝরে পড়ুক
তৃষ্ণার্ত বারান্দার ঠোঁটে।
আজ বড্ড বেশি সমতল
হোক মৃত্তিকার চড়াই শরীর।
পথের ঠিকানা পথের বুকে
রাখুক সরলরৈখিক নিঃশ্বাস।
আজ তবুও হোক প্রতীক্ষার অবসান।।
0 মন্তব্যসমূহ