ত্রিপুরার খার্চি পূজা


          - দীপক রঞ্জন কর
আগরতলা শহরের অনতি দূরে,
চৌদ্দ দেবতার বাড়ি খয়েরপুরে।
মন্দিরটি  হাওড়ার নদীর পাশে,
খার্চিপূজা হয় প্রতি আষাঢ় মাসে।

রাজন্য আমল হতে চালু ঐ প্রথা,
ত্রিপুরার ইতিহাস বলে এই কথা।
বাদ্য বাজনায় জাঁকজমক আড়ম্বরে ,
চৌদ্দ দেবতার মূর্তি উন্মোচন করে।

নিষ্ঠা,ভক্তি সহ বিধি অনুসারে,
রাজ চন্তাই মন্দিরে পূজা করে।
খার্চি ঐতিহ্যবাহী এক মেলা বসে
দূর দূরান্ত হতে পুণ্যার্থীরা আসে।

সাত দিনব্যাপী মূর্তি উন্মুক্ত থাখেন,
দর্শনার্থীরা দেবদেবী দর্শন করেন।
আলোর রোশনাই মন্দিরে চারিধার
দোকানপাট সাজে বেশ চমৎকার।

ত্রিপুরা জাতি উপজাতির মেলবন্ধনে ,
আনন্দের জোয়ার ঐ মন্দির প্রাঙ্গণে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ