✍️ আলমগীর কবীর
পৃথিবীর প্রতিটা মানুষেরই জীবনের বিভিন্ন ধাপ পেরুতে হয়
যেতে হয় আপনজন প্রিয়জনদের থেকে কিছুটা দূরে!
সেই দূরত্বটা স্থান পরিবর্তন তাই বলে বিচ্ছেদ নয়!
নয় হৃদয় থেকে মুছে দিয়ে ভুলে যাওয়া!
আমারও যেতে হবে তাই চলে যাবো, এটা জীবনের প্রক্রিয়া!
তবে যাদের রেখে যাবো, ফেলে যাবো কোথাও তারা সর্বদা আমার হৃদয়েই থাকবে!
আমার মনে দাগ কাটবে, হয়তো ভিষণরকম কাঁদাবে!
তবুও যেতে হবে, যেতে হয়, এটা যে জীবনের ধাপ, এটা যে চিরসত্য এক জীবন প্রক্রিয়া!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন