সেদিন আবার দেখা হোক


                ✍🏼 মৌমিতা দাস 

সেদিন আবার দেখা হোক, 
যেদিন এই পৃথিবী হবে শান্ত।
তোমার আমার মাঝে থাকবে না,
আর কোনো বাধা দ্বন্দ।।
সেদিন আবার দেখা হোক,
যেদিন সুনির্মল বাতাস বইবে আকাশে।
সুনালি ডানা মেলে পাখিরা,
 উড়ে উড়ে ডাকবে চারিপাশে।।
সেদিন আবার দেখা হোক,
যেদিন তুমি চাইবে না আর পিছু ফিরে।
ভালোবেসে বাঁধবে বাসা,
আমার মনের ঘরে।।
সেদিন আবার দেখা হোক,
যেদিন রোদের আলো পরবে নদীর উপরে।
নদীর জমে থাকা শ্যাওলা গুলো,
ভেসে যাবে বহু দূরে।
সেদিন আবার দেখা হোক,
যেদিন আমার খোঁজে ক্লান্ত হবে।
ঘুম হারিয়ে গভীর রাতে,
আমাকে পাওয়ার কথা ভাববে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ