✒️যুস্মিতা দাশগুপ্ত
অনেক স্বপ্ন নিয়ে
এসেছিলাম তোমার ঘরে,
বাঁধবো আমি সুখের সংসার
সবাই কে আপন করে।
স্বপ্ন তো সেই স্বপ্নই রইলো
হলো না আর পূরণ,
শশুড়-শাশুড়ি বলে খারাপ আমি
ভালো না চলা ফেরার ধরন।
বাপের বাড়ির রাজকন্যা
শশুড়বাড়ির ঝি!
এটাই আমার নিয়তি
করবোই বা কি?
0 মন্তব্যসমূহ