সমর্পিত জীবন


                       সঙ্গীতা গুপ্ত

শেষ রাত, নিস্তব্ধতার বিদায় 
ভোরের এক পশলা বৃষ্টির পর
অনুভবে রোদ্দুর,
বাতাসের আলিঙ্গন 
শুষ্ক পাতার খসে পড়ার শব্দ 
বাঁধনহীন হৃদয় 
 আকাশের রামধনু রঙ
ভালোবাসার আশ্রয়স্থল,
প্রেমের কাননে
মুক্ত বিহঙ্গের উচ্ছ্বাস ,
মন নির্ভয়ে পাখা মেলুক,
অসীম শূন্যে ভাসুক,
অন্তর্যামীর কাছে 
সমর্পিত জীবনের 
পূর্ণতা প্রাপ্তি হোক।


                    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ