শ্রীমান দাস
ছুটতে মানা বসতে মানা মানাই কেবল সার
চলতে মানা জ্বলতে মানা, এখন অন্ধকার !
পুড়ছে বাগান ভাঙছে দোকান,পাকা ধানে মই
লুটছে বাড়ী টানছে শাড়ী কার কাছে তা কই !
ফাটছে মাথা কাটছে গলা যাচ্ছে খোয়া জীবন
দোষী যেজন-মুক্ত সে'জন, নিরীহকেই শমন !
যাচ্ছে চুলোয় যুক্তি বিষয় নিয়ম নীতির কুটে
মাৎসন্যায়ের কালোধনটা বাড়ছে হরির লুটে।
বলতে মানা দোষের কথা,বললেই রক্ত চোখ
হরিণছানার বুকের ওপর চিতা বাঘের নোখ।
'নিরীহ' এর তকমা যাদের মুখ বুজে সব সয়
অনিয়মকেই নিয়ম জেনে নীরবে পড়ে রয় ।
0 মন্তব্যসমূহ