ঈশ্বর!


                  ভবানী বিশ্বাস 

তোমার পাশে জমিয়ে রেখেছি দুঃখ--

আগের মতো আর কিছুই নেই
এখন হাওয়ায় গান শুনাই
নদীর জলে দুঃখ ভাসাই

দেখি, কবিতাও কেমন ভেসে যায়!

বুঝতে পারি, তুমি চলে গেলে
কবিতাও আমায় ভুলে যাবে... 

তোমার কাছে তাই লেখা জমিয়ে রাখি
বিশ্বাস করি, ঈশ্বর কখনও ছেড়ে যান না...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ