রিপন সিংহ
তুমি তার নয়
তুমি তার নয়
তুমি তোমার
তুমি তোমারই দেশের।
সহজ নয়
সহজ নয়
এ' জীবন সহজ নয়
রথের চাকার মতো
বিদায়ের ধ্বনির মতো
ফিরে আয়
আবার ফিরে আয়।
এ' জীবন
ধেয়ে যায়
শুধু ধেয়ে ধেয়ে যায়,
আর ফিরে না পাই
তবুও তারে পাই
কিন্তু কোথায়!
0 মন্তব্যসমূহ