জম্পুই হিল

✒️পান্থ দাস

ভারতের উত্তর পূর্বাঞ্চলের কথা বল্লে ত্রিপুরার কথা হবে না এটা ভাবাই যায় না। ভারতের একটি ছোট্ট পাহাড়ি রাজ্য হল ত্রিপুরা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, প্রকৃতি প্রভৃতির সমন্বিত একটি ক্ষেত্র হল এই ত্রিপুরা। 

ত্রিপুরার প্রকৃতি খুবই নির্মল। মূলত সবুজে ঘেরা। পাহাড়, নদী, গাছপালা, বনজ সম্পদে এক অনন্য গাঁথা ত্রিপুরার। জম্পুই হিল ত্রিপুরার একটি উল্লেখযোগ্য পাহাড় শ্রেণী। রাজধানী আগরতলা থেকে দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার জম্পুইয়ের । জাম্পুই পর্বতাঞ্চলকে ত্রিপুরার দার্জিলিং বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় তিন হাজার ফুট। এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম বেটলিঙশিপ। যার উচ্চতা প্রায় ৯৫০ মিটারের কাছাকাছি। সূর্যাস্তের পর হিলটপ থেকে অপরূপ সূর্যাস্ত দেখতে রাজ্য, বহিঃরাজ্য দেশ, বিদেশ থেকে অনেক পর্যটকের সমাগম হয় এই জম্পুইয়ে  ।

সকালে জাম্পুই পাহাড় থেকে সূর্যোদয়ের দৃশ্যও ব্যাপক। আশেপাশের স্পটগুলোও খুব মনোরম। ত্রিপুরা আর মিজোরামের সীমান্তবর্তী আদিবাসী-অধ্যুষিত এলাকাটি দেখে আসতে পারেন আপনারাও। এখানকার কমলালেবু বিখ্যাত।প্রতিবছর এখানে অরেঞ্জ ফেস্টিভ্যাল হয়। প্রতি নভেম্বরে এখানে পর্যটন উৎসবও হয়। জম্পুইয়ের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে আশ্চর্য করবেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ