✍️অনামিকা সরকার
মানুষ এর এই জীবনটা বড়ই আঁকাবাঁকা I
হাসি আর আনন্দের মাঝে হঠাৎ যেন ফাঁকা II
সুখের প্রহর কখনো যদি আসে একবার I
দুঃখ যেন পিছু পিছু আসে বার বার II
একি নিষ্ঠুর নিয়ম বিধাতা গড়েছে I
সুখের আশা করেছে যে, সেই দুঃখ পেয়েছে II
সুখের সময় কেটে যায়, দুঃখ তো আর কাটেনা I
সুখের আশায় থাকে মানুষ,
সুখ তো আর আসে না II
তবুও মানুষ বাঁচতে চায়, বাঁচার জন্যই জীবন I
সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন II
0 মন্তব্যসমূহ