✒️ঊর্মি সাহা
পূর্বের অভিশাপ ঘাড়ে করে
ঘর ভরেছি আমার।
সাদা কালো সুতোয় বুনেছি স্বপ্ন।
একটা পাহাড় কিংবা নদী ,
নীল সাগর , বা
অর্ধ উলঙ্গ শহর ;
সবই আমার কাছে নতুন।
আমার কবিতার গায়ে দলা হয়-
বালিকার লুটে নেওয়া সুখ।
মন্দ নয় কিছুই-
বিধবার সাদা শাড়ি,
উদাম যৌবন,
বৃদ্ধ কাঁপা হাত ,
বা হাঁটু ভাঙ্গা শৈশব ,
মন্দ নয় কিছুই।
কশেরুকাহীন ,
আমার ঘর বন্দি অভিশাপ-
আবার স্বপ্ন দেখে ,
জন্ম দেখে ,
দেখে বাতাসের গতিপথ।
দেখে আমার এই জনমের-
বন্ধ্যা কবিতা!
0 মন্তব্যসমূহ