✍️ সাধন নমঃ
হাত এখনো মুষ্টিবদ্ধ,
এক টাকার কয়েনটা মুঠোয় আছে।
শুধু দায়িত্বের ভারে মাথা নত
বুকে জমাট বেঁধেছে অজস্র ক্ষত।
যৌবন আজও উত্তাল হয় বসন্তের আগমনে
পথের মোড়ের সুন্দরী মেয়েরা চোখের কোনে উঁকি মারে।
তবুও পারি না গোলাপ তুলতে,পারি না শব্দ বুনতে,
পেটের জ্বালায় ভালোবাসা হৃৎপিন্ডে গুমড়ে মরে।
কন্ঠ আমার বাক্ রুদ্ধ হয় প্রতিবাদের ঝড়ে
কয়েনটা খরচ হয়নি,আজও আছে হাতে।
জীবনকে বড় ভালোবাসি,তাই আজও আছি,
যৌবন নয়,হেমন্তের রুক্ষতায় প্রতীক্ষারত আমি।
0 মন্তব্যসমূহ