হেমন্ত এসে গেছে

   ✍️  সুস্মিতা দেবনাথ। 

হেমন্ত এসে গেছে। 
মাঠে মাঠে সোনালী ধান
হালকা হিমের পরশ ,
শিশিরে ভেজা সকাল
হেমন্ত দিয়েছে উঁকি -
শিউলির আমেজ এখনো বাকি।
সুন্দর মনোরম পরিবেশ!
চারিদিকে নবান্নের উৎসব।
অন্নদাতার মুখে জয়ের হাসি
ঘরে ঘরে নতুন ধানের পিঠে
আহা্! কি দারুণ খেতে!
এ যেনো ঐশ্বরিক কাব্যিক আভা,
আকাশে বাতাসে মিলেমিশে 
হেমন্ত এসে গেছে ।।
.           ___________

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ