আদর

                ✍️অন্তরা ভট্ট

আছি তো বেশ
পৌষের হালকা রোদ গায়ে মেখে।
মৃদু বাতাসের আমেজ নিয়ে
 বেশ লাগছে এই অনুভূতিটা।

মনে পড়ে ছোট বেলায়
ঠাকুমার সাথে পুকুরে মাছ ধরতে যাওয়া।
 সন্ধ্যায় ঠাকুমার পিঠে বানান
সে গন্ধ স্বাদ মনে ওঠে সব সময়।

আজও কথাগুলি মনে করি খুব করে।
ধীরে ধীরে বয়ে গেল সেই সব সময়।
রয়ে গেল শুধু স্মৃতির পাতায় কথাগুলো।

ঠাকুমার সাথে কাটানো সময় গুলো ছিল খুব প্রীতিকর।
কিছু মাস হল নেই আর আমাদের মাঝে কথাগুলো মনে করে আজও চোখের কোনটা ভরে ওঠে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ