✍️দীপক রঞ্জন কর।
দুইশ বছর পরাধীন ভারত ব্রিটিশের
শাসনে,
রাজত্ব করে কৌশলে ইংরেজ দখল সিংহাসনে,
অত্যাচার অবিচার লাঞ্ছনা কত করে গৌরবে,
সহ্য করেছে নিত্য ভারতবাসী অসহায়
নীরবে।
তরুণ যুবক গর্জে উঠে আর নয়কো
পরাধীন ,
বহু তাজাপ্রাণ বিনিময়ে আজ ভারতবর্ষ
স্বাধীন।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতবাসী ভাই ভাই
ব্রিটিশের বিরুদ্ধে করছে প্রাণপণ সংগ্রাম
লড়াই।
দেশের বিনিময়ে দিতে হয় প্রচুর তাজা
রক্ত,
৪৭সাল ১৫ই আগস্ট ভারত হয় পরাধীন
মুক্ত।
তেরঙ্গা তলে দাঁড়িয়ে গর্বে বলি আমরা ভারতবাসী,
মাতৃভূমি,জন্মভূমিকে মায়ের মতই হৃদয়ে ভালোবাসি।
0 মন্তব্যসমূহ