শাপগ্রস্ত অপ্সরা

✒️নবীনকিশোর রায়

গায়ত্রীমন্ত্র ধ্যনে 
ডুবে যেতে চেয়েছি---

কমণ্ডলু নিয়ে পাহাড়শীর্ষে উঠার আগে,ভেসে আসে অপ্সরাদের নূপুরের ধ্বনি... 

চৈতন্য ভেঙে গেলে
অধরা থেকে যায় ধ্যানের সকল আয়োজন।

পাহাড়ের তলদেশে জেগে ওঠে 
শুপ্ত আগ্নেয়গিরি, 
মুখোমুখি পাহাড়ের জঙ্ঘা বেয়ে নেমে আসে গলিত লাভা  
জন্ম নেয় নেত্রহীন কবিতা! 

অপ্সরাদের আভরণহীন
সকল অঙ্গ বর্ণনায়
শব্দদৈন্য পংক্তিগুলো 
দুর্বাসার শাপগ্রস্ত হয়ে ,
কবিতাস্বর্গ থেকে বিচ্যুতি ঘটে ... 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ