তোমায় নব রূপে পাবো বলে

   ✒️বিশ্বজিৎ মানিক

তোমায় নব রূপে পাবো বলে
সাজালাম কত পুষ্প মালিকা
দিনযাপনের গ্লানি ভুলে ।
কত রাত দিলাম পাড়ি
একাকিত্ব দূরে ঠেলে ।
তোমায় নব রূপে পাবো বলে
অন্ধকার পথে দিলাম পা
জোনাকীর আলো ফেলে ।
পথের ধুলোয় বানালাম বাড়ি
থাকব দু'জন মিলে ।
তোমায় নব রূপে পাবো বলে
মনের ভাবনাগুলো বেড়ায় ঘুরে
হৃদয়সাগরে ঢেউ তুলে।
ভাবের ভুবন পূর্ণ হবে
স্বপ্নের পাপড়ি মেলে ।
তোমায় নব রূপে পাবো বলে
লেখার পাশে তুমি বসো
লক্ষতারার প্রদীপ জ্বেলে ।
চাঁদের আলোয় জ্যোৎস্না ঝরে
তোমার চরণ তলে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ