রীতিসা, তুমি নারী হয়ে এসেছ এই পৃথিবীর বুকে,
যখন কোকিলের হৃদয়ে হিংসা জাগে,
কোন এক বসন্তের রাতে;
পুরোনো চোখের ছায়ার মতো
তুমি আমি এক,
আজ এক
তবুও এই পৃথিবী, এই পথ, নদী-নক্ষত্র
আমি এখনও বুঝিনি
কতকাল নিভে গেল, আমি।
নব বিধবার মতো,
সূর্যের নরম আলো স্পর্শ করে
আমার দৃষ্টি
যতবার দেখি
ততবার তারে আবার দেখি
ম্লান হয়ে, দূর দেশ হতে দূরে
দূর হতে দেশান্তরে
কতবার,
দিগন্তের দিকে হাত বাড়িয়ে
সন্ধ্যাকে এক মুঠো করতে
হারিয়ে যায় সন্ধ্যা,
তোমার নরম কালো
চুলের ভিতরে।
আমার এই ধূসর জীবন,
তুমি হঠাৎ এসে; কত স্বপ্ন স্পর্শ করে
কতকাল মহাকাল ধরে
আজ তুমি ধ্বংসের পথে
এই পৃথিবীর মানব মানবীর
স্পর্শ অনুভব
করেছি মৃত্যুর মতো,
তোমার স্পর্শ আজও আমি অনুভব করতে পারিনি!
তোমার যৌবনের টানে,
এসেছি মহাশূন্যের পথে
মায়ের বুক ছিঁড়ে।
কত রং, কত স্বপ্ন দেখেছি আমি বারে বারে
এখন শুধু মৃত্যুর সুখ দাও
এই মানুষীর গভীর হৃদয়ে।
0 মন্তব্যসমূহ