কবি প্রণাম

✍️পাপিয়া দাস

তোমায় যত দেখি
হ‌ই তত অবাক,
সাহিত্যকে এতো নিপুণতার সাথে
কি করে করেছিলে আপন?

কবিতা ,গান ,নাটক ,গল্প ,উপন্যাস ,প্রবন্ধ
সব সৃষ্টিতেই তোমার পরশ,
তুমি কি সেই আপনভোলা কিশোর?
যে নাকি স্কুল কলেজের গন্ডীবদ্ধ
পড়াশোনায় করেছিলে বারন।

তবুও সাহিত্যের সর্বাংশে শোনা যায়
তোমার‌ই জয়গান ।
সৃষ্টিতে তোমার নাম ছড়িয়ে পড়ল সারা বিশ্বময়,
হাজার হাজার বছর বেঁচে থাকবে তুমি ,
ধন্য তোমার জীবন।
কষ্টে ,দুঃখে ,আনন্দ -
হাসিতে ছাপ রেখে গেলে এ পৃথিবীতে,
অসীম মরুভূমি, জলধারা ,
আর পাহাড়ের শেষ সীমানায়,
রেখে গেলে যে পদচিহ্ন
সকলে প্রনাম করি বারবার ,
রবি যেমন অন্ধকার আকাশের উজ্জ্বলতা
আনে তুমি রবি চিরতরে থাকবে
বিশ্বের সকল মানুষের প্রাণে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ