ভেসে যায় সোনালী দিন
ভেসে যায় দুরন্ত শৈশব...
যে স্নেহমাখা আঁচল দিয়ে মুখখানি মুছে দিতো মা ,
সে মুখে আজ সংসার যাতনার ছাপ !
স্মৃতির পথ ধরে ভেসে আসে আরও কত স্মৃতি
গোল্লাছুট
'বুড়ি চুরি ভাই-চিড়া দুকি খাই'
সবই ইতিহাসের পাতায় ।
এখন শুধুই
গড্ডালিকার স্রোতে গা ভাসিয়ে
চাল নুন তেলের চাহিদা যোগান দেওয়া ।
বলতো
গান গপ্প আড্ডা সিকেয় তুলে
পুরুষের মতন নির্বিবাদ প্রাণী আর কে আছে?
নারী দিবসে আকাশ বাতাস মুখরিত হয়
আত্মপ্রচার বিমুখ পুরুষের জন্য
কোনো একটি দিন যে খুঁজে পাই না !
0 মন্তব্যসমূহ